best 100 civil engineering viva question bangla সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর,civil engineering viva question bangla,

 

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর,civil engineering viva question bangla,
civil engineering viva question bangla সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর

অনকেই সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন লিখে সার্চ দিয়ে থাকেন। আবার অনকে সিভিল ইঞ্জিনিয়ারিং জব ইন্টারভিউ লিখে সার্চ দিয়ে থাকেন আবার অনেকে ইংলিশ এ সার্চ দিয়ে থাকেন civil engineering viva question bangla. সবার উদ্দেশ্য কিন্তু একটাই আর তা হলো ভাইবা বোর্ড এ ভালো করা ,কারন ভাইবা বোর্ড এ ভালো করতে পারলেই চাকরি অনেকটা কনফার্ম।

 

বর্তমান বাংলাদেশ এর চাকরির যা অবস্থা এখন একটা চাকরির জন্য অনেক আবেদন করে থাকে সো আপনাকে সকল ক্ষেত্রেই ভালো করতে হবে যদি চাকরি টা আপনি চান।

আপনি যেহেতু এই ব্লগ এ এসেছেন সেহেতু আমি ধরে নিচ্ছি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর খুজতে এসেছেন তাই আমি নিচে কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইবা প্রশ্ন ও উত্তর দিচ্ছি যাতে করে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং জব ইন্টারভিউ তে ভালো করতে পারেন।civil engineering viva question bangla.

তবে এর আগে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ গুলো পড়ে নিন।

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর :

আগে নিচে চেষ্টা করুন তারপর নাহয় উত্তর দেখুন, আগে উত্তর দেখলে হবে?

 • সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?
 • কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?
 • এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?
 • এম.এস রডের ওজন বের করার সূত্র কি?
 • এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?
 • একটি দালানের মূল অংশ কয়টি ও কি কি?
 • কংক্রিট কি?
 • শেয়ার ওয়াল কাকে বলে?

কি নিজে ট্রাই করে কয়টা পারলেন? সব গুলাই পারলেন? নিচের উওত্তরের সাথে মিলিয়ে নিন।

সিমেন্টে জিপসাম কেন ব্যবহার করা হয়?

সিমেন্টের সেটিং টাইম বিলম্বিত করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।

কংক্রিটে ৫% ভয়েড থাকলে তার শক্তি কত % হ্রাস পায়?

৩০%

এক ব্যাগ সিমেন্ট সমান কত ঘনমিটার?

০.০৩৩ ঘনমিটার (১.২৫ ঘনফুট)

এম.এস রডের ওজন বের করার সূত্র কি?

D2/162.2 ( D= রডের ব্যাস)

এক ঘনমিটার এম.এস রডের ওজন কত?

৭৮৫০ কেজি অথবা ৭৮.৫০ কুইন্টাল

একটি দালানের মূল অংশ কয়টি ও কি কি?

একটি দালানের মূল অংশ ২ ( দুই) টি। ১. সাব স্ট্রাকচার ( Sub Structure)। ২. সুপার স্ট্রাকচার ( Super Structure)।

কংক্রিট কি?

কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ।

শেয়ার ওয়াল কাকে বলে?

আনুভূমিক বল কে ভূমিতে স্থানান্তর করার জন্য যে RCC কাঠামো তৈরী করা হয় তাকে শেয়ার ওয়াল বলে।যা কাঠামোর সরন প্রতিরোধ করতে সক্ষম হয়।

 

 

 

সার্চগুলি civil engineering viva question bangla-এর সাথে জড়িত

সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ বই pdf

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

সিভিল ইঞ্জিনিয়ারিং জব গাইড pdf

সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন

সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ

 

সার্চগুলি সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর-এর সাথে জড়িত

সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ নলেজ pdf

সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট

সিভিল ইঞ্জিনিয়ারিং জব গাইড pdf

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

সিভিল ইঞ্জিনিয়ারিং MCQ

সিভিল ইঞ্জিনিয়ারিং জব গাইড PDF download

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ pdf

ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর

 

 

 

 

civil engineering viva question bangla

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ how to make your home earthquake safe?

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ Build house with earthquake preparation.

ভূমিকম্পের হাত থেকে কে না বাঁচতে চাও? ভূমিকম্পের হাত থেকে সবাই ই বাঁচতে চায় কিন্তু সবাই কি বাঁচতে পারে? পারে না কারন এটা সম্ভব না।ভূমিকম্প হলো ক্ষণস্থায়ী কম্পন। সাধারণ জ্ঞানে ভূমিকম্প শব্দটি দ্বারা যে কোন প্রকার ভূকম্পন জনিত ঘটনাকে বোঝায় – সেটা প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট যাই হোক না কেন।তবে আপনি চাইলে কিছুটা প্রস্তুতি নিতে পারেন ভূমিকম্পের হাত থেকে নিজের বাড়ি ও নিজের ফ্যামিলি কে বাচাতে। এর জন্য আপনাকে কি করতে হবে জানেন? এর জন্য আপনাকে ভূমিকম্পের প্রস্তুতি সহ বাড়ি বানাতে হবে।কিভাবে ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি বানাবেন?চলুন দেখে নেই ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি বানানোর ধাপ গুলো।

how to make your home earthquake safe?

how to make your home earthquake safe?,

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ,
বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ

নতুন বাড়ির হ্মেত্রে ভূমিকিম্পের প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য অতিরিক্ত খরচ হবে প্রতি বর্গফুটে ১০ থেকে ১৫ টাকা মাত্র।

প্রতি বর্গফুটে মাত্র ১০ থেকে ১৫ টাকা বাঁচাতে গিয়ে নিজের,প্রিয়জনদের ও প্রতিবেশীদের জীবন হুমকির মুখে ফেলছেন না তো?

ভেবে দেখুন…..

ভূমিকম্পের সময় কী করে বাঁচবেন?

পুরাতন বাড়ির হ্মেত্রে ভূমিকম্পের প্রতিরোধমূলক ব্যবস্থার জনা অতিরিক্ত খরচ প্রতি বর্গফুটে ৭০ থেকে ৯০ টাকা লাগবে। পুরাতন বাড়ির হ্মেত্রে খরচটা বেশী।

ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি বানাতে হলে আপনাকে প্রথমেই যা করতে হবে তা হলো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর সাথে পরামর্শ করা।অনেকে সামান্য কিছু টাকা বাচানোর জন্য ইঞ্জিনিয়ার এর পরিবর্তে ঠিকাদার এর সাথে পরামর্শ করে থাকেন এটা আসলে উচিৎ না।আপনি যদি ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি বানাতে চান তাহলে আপনাকে প্রথমেই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর সাথে পরামর্শ করতে হবে।

 

মাটি পরিক্ষা :

ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি বানাতে হলে আপনাকে অবশ্যই মাটি পরিক্ষা করে নিতে হবে।মাটি পরিক্ষা ছাড়া কোন মতেই বাড়ি বানানো উচিৎ না যদি আপনার ভবন টি চার তলার বেশি হয়। মানে আপনার ভবন যদি ৪ তলার অধিক হয় তাহলে অবশ্যই মাটি পরিক্ষা করে নিতে হবে।

এখানেও অনেকে টাকা বাচাতে গিয়ে কম টাকার মধ্যে খুজে থাকে, আসলে এটাও উচিৎ না।একটি ভবন তৈরি করতে অবশ্যই খরচ বাচাতে হবে তারমানে এই না যে যেখানে প্রয়োজন সেখানে খরচ করবেন না।অনেকেই কম টাকায় অফার করে কারন তারা কপি রিপোর্ট দেয়। এ জন্যই প্রথম থেকে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর শরণাপন্ন হতে হয়।

নকশা :

বাড়ি তৈরির ক্ষেত্রে নকশা খুবই প্রয়োজন। দক্ষ প্রকোশলীকে দিয়ে নকশা তৈরি ও তদারকি করানো প্রয়োজন।ভুলেও ঠিকাদারকে নকশার দায়িত্ত দিবেন না তাহলে ওই ঠিকাদার এর আগের করা ভবন এর মতই আপনার ভবন হবে। মানে আগের করা কোন নকশা দিয়ে আপনার বাড়ি তৈরি করবে।এক্ষেত্রে যদি আপনার মাটি তার মত না হয় তাহলে আপনার ভবন টি ভূমিকম্পের সময় ভেঙে যেতে পারে।

 

ইট, বালু, রড ও সিমেন্ট

ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর কোর্ড অনুযায়ী রড ব্যবহার করতে হবে।রডের ব্যবহার ভূমিকম্পের সহনশীল হতে পারে। ভালো মানের ইট,রড, সিমেন্ট ও বালু ব্যবহার করতে হবে।

আপনি ভালোভাবে মাটি পরিক্ষা করলেন আবার ভালোভাবে নকশাও করলেন কিন্তু ইট,বালু,রড ও সিমেন্ট ভালোমানের ব্যবহার করলেন না তাহলে হবে? আপনি যেই ম্যাটেরিয়াল দিয়ে বাড়ি বানাচ্ছেন সেই ম্যাটেরিয়াল যদি গুণগত মানের না হয় তাহলে আপনার ভবন গুণগত মানের হবে? হবে না, কারন আপনি গুণগত মানের ম্যাটেরিয়াল ব্যাবহার করেন নি।

এছাড়াও সম্পূর্ণ ভবন তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিবেন যদি আপনি ভূমিকম্পের প্রস্তুতিসহ বাড়ি তৈরি করতে চান।আর আপনি যদি পুরাতন বাড়িকে ভূমিকম্পের জন্য প্রস্তুত করতে চান তাহলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলুন।

পুরাতন বাড়ির হ্মেত্রে ভূমিকম্পের প্রতিরোধমূলক ব্যবস্থার জনা অতিরিক্ত খরচ প্রতি বর্গফুটে ৭০ থেকে ৯০ টাকা লাগবে। পুরাতন বাড়ির হ্মেত্রে খরচটা বেশী।

ভূমিকম্প হলে একটা ভবন কিভাবে ভেঙে যায় জানেন? ভূমিকম্পের সময় একটা ভবন অনেক ভাবেই ভাঙতে পারে হয়ত নিচের দিকে ডেবে যেতে পারে অথবা যে কোন এক পাশে কাঁত হয়ে যেতে পারে অথবা সম্পূর্ণ ভবন টাই যে কোন একপাশে ভেঙে পরে যেতে পারে।

নিচের ছবি গুলো দেখুন কিছুতা হলেও ধারনা পাবেন,

বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ,
বাড়ি বানান ভূমিকম্পের প্রস্তুতিসহ

উপরের ছবি গুলা দেখুন ভূমিকম্পের কারনে কিভাবে ভবন গুলো ভেঙে পরছে।

 

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

আরো পড়ুন : 100 টি গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

সার্চগুলি ভূমিকম্পের প্রস্তুতি-এর সাথে জড়িত

ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি

ভূমিকম্পে করণীয়

ভূমিকম্প প্রতিরোধের উপায়

ভূমিকম্প ও বাংলাদেশ

ভূমিকম্প রচনা

বাংলাদেশে ভূমিকম্প

ভূমিকম্পের প্রতিকার

ভূমিকম্পের ফলাফল

কলাম কি? কলাম কত প্রকার ও কি কি? What is column? types of column.

কলাম কি,কলাম কাকে বলে,

কলাম কি? কলাম কত প্রকার ও কি কি? What is column? types of column.

কলাম কি?,

কোন RCC(Reinforced Concrete Cement) কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য যে কাঠামোগত উপাদান ( Structural Elements) নির্মান করা হয় তাকে কলাম( column) বলে।

কলাম ২ প্রকার।যথা-

1). শর্ট কলাম

2).লং কলাম

রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি কলাম ৪ প্রকার।যথা-

1).টাইড কলাম

2).স্পাইরাল কলাম

3).কম্পোজিট কলাম

4).কম্বিনেশন কলাম

আরো পড়ুন : 100 টি গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

 

সার্চগুলি কলাম কি?-এর সাথে জড়িত

কলামের হিসাব

কলাম ডিজাইন

কলাম কাকে বলে

কলামের রিং এর হিসাব

বিল্ডিং এর কলাম ঢালাই

কলামের সাইজ

কলামের এস্টিমেট

ক্লিয়ার কভার কি

বীম কি? বীম কত প্রকার ও কী কী?

বীম

বীম কি? বীম কত প্রকার ও কী কী?

বীম কি?,বীম কত প্রকার ও কী কী্‌,
কলাম এর উপরে এবং ছাদের নিচে যে অনুভূমিক কাঠামো দেখছেন এটাই বীম।

বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে।

 

বীমের প্রকারভেদ

বীমের স্থাপিত পদ্ধতি অনুসারে বীমকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায়।

 

১. সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)

 

২. ক্যান্টিলিভার বীম(Cantilever beam)

 

৩. ঝুলন্ত বীম(Over hanging beam)

 

৪. আবদ্ধ বীম(Fixed beam)

 

৫. ধারাবাহিক বীম(Continuous beam)

 

 

সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam) কাকে বলে?

 

 

সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam):যে সকল বীমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বীম(Simply Supported beam)বলে।

 

 

 

ক্যান্টিলিভার বীম(Cantilever beam) কাকে বলে?

 

 

ক্যান্টিলিভার বীম(Cantilever beam):যে সকল বীমের একপ্রান্ত দৃঢ় ভাবে আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বীম(Cantilever beam)বলে।

 

 

ঝুলন্ত বীম(Over hanging beam) কাকে বলে?

 

 

 

ঝুলন্ত বীম(Over hanging beam):যে সকল বীমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে বাড়ানো অবস্থায় লোড বহন করে।তাকে ঝুলন্ত বীম(Over hanging beam)বলে।

 

 

 

আবদ্ধ বীম(Fixed beam) কাকে বলে?

 

 

আবদ্ধ বীম(Fixed beam):যে সকল বীমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বীম(Fixed beam)বলে।

 

 

ধারাবাহিক বীম(Continuous beam) কাকে বলে?

 

 

 

ধারাবাহিক বীম(Continuous beam):যেসকল বীম একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপর আরোপিত লোড বহন করে থাকে ধারাবাহিক বীম(Continuous beam)বলে।

আরো পড়ুন : 100 টি গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ

 

সার্চগুলি বীম কি?-এর সাথে জড়িত

কলাম কি

ক্যান্টিলিভার বীম

বিম

কলাম কাকে বলে

কলাম কত প্রকার

 

 

 

 

 

100 টি গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ. civil engineering basic knowledge in bangla. সিভিল ইঞ্জিনিয়ারিং mcq.সিভিল ইঞ্জিনিয়ারিং সাধারণ জ্ঞান.

best private university in bangladesh for civil engineering

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সকল সিভিল ইঞ্জিনিয়ার এর জানা উচিৎ।

অনেকেই civil engineering basic knowledge in bangla লিখে গুগল এ সার্চ দিয়ে থাকেন।

কারন তারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক নলেজ গুলো জানতে চায়।

নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে সকল এর ই বেসিক নলেজ গুলো জানা উচিৎ।

আর অনেকেই ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন কিন্তু এই বেসিক জিনিষ গুলো মনে নাই অথবা ভুলে গিয়েছেন। তারাও এই আর্টিকেল টি পড়তে পারেন। নিজেকে ঝালাই করা হয়ে যাবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং mcq.

তাহলে চলুন শুরু করি আজকের সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ এর আর্টিকেল।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ কাদের জানা উচিৎ?

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ যাদের জন্য।

 • ১. সিভিল ইঞ্জিনিয়ার।
 • ২. ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী ও শিহ্মক শিহ্মিকা।
 • ৩. বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী ও শিহ্মক-শিহ্মিকা।
 • ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত সকল মানুষদের জন্য।

একটি দালানের মূল অংশ কয়টি ও কি কি?

একটি দালানের মূল অংশ কয়টি ও কি কি?,

একটি দালানের মূল অংশ ২ ( দুই) টি।

 • ১. সাব স্ট্রাকচার ( Sub Structure)।
 • ২. সুপার স্ট্রাকচার ( Super Structure)।

সাব স্ট্রাকচার ( Sub Structure ) কি? সাব স্ট্রাকচার ( Sub Structure ) কাকে বলে?

সাব স্ট্রাকচার ( Sub Structure ) কি? সাব স্ট্রাকচার ( Sub Structure ) কাকে বলে?

ভিত্তি বা ফাউন্ডেশন ( Foundation ) থেকে প্লিন্থ ( Plinth ) লেভেল পর্যন্ত অংশ কে সাব স্ট্রাকচার ( Sub Structure ) বলে। সহজ বাংলায় একটি বিল্ডিং ( Building ) এর মাটির নিচের অংশ কে সাব স্ট্রাকচার ( Sub Structure ) বলে।

সুপার স্ট্রাকচার ( Super Structure ) কি?সুপার স্ট্রাকচার ( Super Structure ) কাকে বলে?

সুপার স্ট্রাকচার ( Super Structure ) কি?,সুপার স্ট্রাকচার ( Super Structure ) কাকে বলে?,

প্লিন্থ ( Plinth ) লেভেল থেকে ছাদ ( Roof ) এর প্যারাপেট ( Parapet) ওয়াল পর্যন্ত অংশ কে সুপার স্ট্রাকচার ( Super Structure ) বলে। সোজা বাংলায় একটি বিল্ডিং (Building ) এর মাটির উপরের অংশ কে সুপার স্ট্রাকচার ( Super Structure ) বলে।

সিভিল ইঞ্জিনিয়ারিং সাধারণ জ্ঞান

কংক্রিট কি? কংক্রিট কাকে বলে?

কংক্রিট কি?,কংক্রিট কাকে বলে?,

কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ।

কৃত্রিম মানে প্রাকৃতিক নয়।

কংক্রিট হাতে / মেশিন এ তৈরি করা হয়, এটা প্রাকৃতিক নয়।

এটা এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ।

কংক্রিট এর উপাদান কি কি?

কংক্রিট এর উপাদান কি কি?,

কংক্রিট এর উপাদান নিম্নরূপ :

 • ১. মোটা দানা ( খোয়া )
 • ২. সরু দানা ( বালি )
 • ৩. জমাট বাধাইকারী উপাদান ( সিমেন্ট )
 • ৪. পানি

[ হ্মেত্র বিশেষ এ এডমিক্সার ব্যাবহার করা হয়]

খোয়া কি? খোয়া কাকে বলে?

খোয়া কি?,খোয়া কাকে বলে?,

পাথর এর টুকরা অথবা ১ নং ইট এর টুকরা খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়। আমাদের দেশ ( বাংলাদেশ ) এ সাধারণত ১ নং ইট ভেঙে টুকরা করে খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়।

এডমিক্সার কি? এডমিক্সার কাকে বলে? এডমিক্সার কি কি কাজ করে? এডমিক্সার কখন ব্যাবহার করা হয়?

এডমিক্সার কি?,এডমিক্সার কাকে বলে?,এডমিক্সার কি কি কাজ করে?,এডমিক্সার কখন ব্যাবহার করা হয়?,

এডমিক্সার নাম টা দেখলেই তো বুঝা যায় তাই না? এডমিক্সার কনক্রিট এর সাথে মিক্স করা হয়। এডমিক্সার কংক্রিট এর একটি উপাদান হলেও এটা কিন্তু বাধ্যতামূলক নয়। মানে এটা ব্যাবহার করাই লাগবে এমন কোন বাধ্যবাধকতা নেই। এটা ঐচ্ছিক, ইচ্ছা হলে ব্যাবহার করবেন না হলে ব্যাবহার করবেন না।

 

তবে অনেক সময় কাজের সুবিধার জন্য ব্যাবহার করার দরকার হয়। যেমন: তাড়াতাড়ি জমাট বাধা অথবা দেরি করে জমাট বাধার জন্য। কি মাথায় প্যাচ লেগে গিয়েছে? একি জিনিষ ২ ধরনের কাজ করে কিভাবে তাইতো? আসলে এডমিক্সার নির্দিষ্ট কোন পদার্থ এর নাম নয়। বাজার এ অনেক রকমের এডমিক্সার পাওয়া যায়। কিছু এডমিক্সার এর কাজ হল তাড়াতাড়ি জমাট বাধতে সাহায্য করা, আর কিছু এডমিক্সার এর কাজ হল জমাট বাধতে দেরি করতে সাহায্য করা।

যেহেতু লিখা টা নতুনদের জন্য সেহেতু উদাহরণ সহ দিলেই ভালো হয় তাইনা?

ধরুন আপনার সাইট এ কংক্রিট তৈরি করার মত যায়গা নেই তাহলে আপনাকে এখন কি করতে হবে? রেডিমিক্স কংক্রিট কিনে আনতে হবে তাইতো?

তো রেডিমিক্স কংক্রিট যখন তৈরি করা হয় তখন কংক্রিট যাতে দেরি করে জমাট বাধে তার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়, কেননা রেডিমিক্স কংক্রিট আপনার সাইট এ আসতে কিছু সময় লাগবে। কংক্রিট আপনার সাইট এ আসতে আসতেই যদি জমাট বেধে যায় তাহলে কাজ করতে পারবেন? পারবেন না। তাই রেডিমিক্স কংক্রিট যাতে দেরি করে জমাট বাধে তার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়।

এবার আসেন তাড়াতাড়ি জমাট বাধার বিষয় টা জানি!

অনেক হ্মেত্রে সময় সল্পতার কারনে তাড়াতাড়ি জমাট বাধার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়। প্রতিটা কাজ এর ই একটা সময় থাকে, সময় কম থাকলে তাড়াতাড়ি জমাট বাধার জন্য ও এডমিক্সার ব্যাবহার করা হয়।

লিখাটা একদম নতুনদের জন্য এক্সপার্ট কেও বিরক্ত হবেন না, সম্পূর্ণ পড়ে নিজেকে ঝালাই করে নিন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ভিডিও

সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সম্পর্ক এ আরো জানতে নিচের ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন।

https://youtu.be/NspjmKfKtLM
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সম্পর্ক এ আরো জানতে ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন।

বীম ( Beam) কী? বীম ( Beam) কাকে বলে?

বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে।

আরো জানুন : বীম কত প্রকার ও কী কী?

কলাম ( column) কী? কলাম ( column) কাকে বলে?

কলাম ( column) কী?,কলাম ( column) কাকে বলে?,

RCC(Reinforced Concrete Cement) কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য যে কাঠামোগত উপাদান ( Structural Elements) নির্মান করা হয় তাকে কলাম( column) বলে।

আরো জানুন : কলাম কত প্রকার ও কী কী?

 

শেয়ার ওয়াল কাকে বলে?

আনুভূমিক বল কে ভূমিতে স্থানান্তর করার জন্য যে RCC কাঠামো তৈরী করা হয় তাকে শেয়ার ওয়াল বলে।যা কাঠামোর সরন প্রতিরোধ করতে সক্ষম হয়।

Searches related to civil engineering basic knowledge in bangla

civil engineering interview knowledge bangla book

civil engineering viva question bangla

civil engineering bangla book pdf

civil engineering job guide in bangla

civil engineering interview knowledge bangla book pdf

civil engineering interview questions in bangladesh

civil engineering job preparation books in bangladesh

civil engineering job solution book pdf