সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সকল সিভিল ইঞ্জিনিয়ার এর জানা উচিৎ।
অনেকেই civil engineering basic knowledge in bangla লিখে গুগল এ সার্চ দিয়ে থাকেন।
কারন তারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর বেসিক নলেজ গুলো জানতে চায়।
নতুন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসেবে সকল এর ই বেসিক নলেজ গুলো জানা উচিৎ।
আর অনেকেই ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন কিন্তু এই বেসিক জিনিষ গুলো মনে নাই অথবা ভুলে গিয়েছেন। তারাও এই আর্টিকেল টি পড়তে পারেন। নিজেকে ঝালাই করা হয়ে যাবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং mcq.
তাহলে চলুন শুরু করি আজকের সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ এর আর্টিকেল।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ কাদের জানা উচিৎ?
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ যাদের জন্য।
- ১. সিভিল ইঞ্জিনিয়ার।
- ২. ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী ও শিহ্মক শিহ্মিকা।
- ৩. বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রী ও শিহ্মক-শিহ্মিকা।
- ৪. সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পৃক্ত সকল মানুষদের জন্য।
একটি দালানের মূল অংশ কয়টি ও কি কি?
একটি দালানের মূল অংশ ২ ( দুই) টি।
- ১. সাব স্ট্রাকচার ( Sub Structure)।
- ২. সুপার স্ট্রাকচার ( Super Structure)।
সাব স্ট্রাকচার ( Sub Structure ) কি? সাব স্ট্রাকচার ( Sub Structure ) কাকে বলে?
ভিত্তি বা ফাউন্ডেশন ( Foundation ) থেকে প্লিন্থ ( Plinth ) লেভেল পর্যন্ত অংশ কে সাব স্ট্রাকচার ( Sub Structure ) বলে। সহজ বাংলায় একটি বিল্ডিং ( Building ) এর মাটির নিচের অংশ কে সাব স্ট্রাকচার ( Sub Structure ) বলে।
best 100 civil engineering viva question bangla সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর
সুপার স্ট্রাকচার ( Super Structure ) কি?সুপার স্ট্রাকচার ( Super Structure ) কাকে বলে?
প্লিন্থ ( Plinth ) লেভেল থেকে ছাদ ( Roof ) এর প্যারাপেট ( Parapet) ওয়াল পর্যন্ত অংশ কে সুপার স্ট্রাকচার ( Super Structure ) বলে। সোজা বাংলায় একটি বিল্ডিং (Building ) এর মাটির উপরের অংশ কে সুপার স্ট্রাকচার ( Super Structure ) বলে।
সিভিল ইঞ্জিনিয়ারিং সাধারণ জ্ঞান
কংক্রিট কি? কংক্রিট কাকে বলে?
কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ।
কৃত্রিম মানে প্রাকৃতিক নয়।
কংক্রিট হাতে / মেশিন এ তৈরি করা হয়, এটা প্রাকৃতিক নয়।
এটা এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ।
কংক্রিট এর উপাদান কি কি?
কংক্রিট এর উপাদান নিম্নরূপ :
- ১. মোটা দানা ( খোয়া )
- ২. সরু দানা ( বালি )
- ৩. জমাট বাধাইকারী উপাদান ( সিমেন্ট )
- ৪. পানি
[ হ্মেত্র বিশেষ এ এডমিক্সার ব্যাবহার করা হয়]
খোয়া কি? খোয়া কাকে বলে?

পাথর এর টুকরা অথবা ১ নং ইট এর টুকরা খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়। আমাদের দেশ ( বাংলাদেশ ) এ সাধারণত ১ নং ইট ভেঙে টুকরা করে খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়।
এডমিক্সার কি? এডমিক্সার কাকে বলে? এডমিক্সার কি কি কাজ করে? এডমিক্সার কখন ব্যাবহার করা হয়?
এডমিক্সার নাম টা দেখলেই তো বুঝা যায় তাই না? এডমিক্সার কনক্রিট এর সাথে মিক্স করা হয়। এডমিক্সার কংক্রিট এর একটি উপাদান হলেও এটা কিন্তু বাধ্যতামূলক নয়। মানে এটা ব্যাবহার করাই লাগবে এমন কোন বাধ্যবাধকতা নেই। এটা ঐচ্ছিক, ইচ্ছা হলে ব্যাবহার করবেন না হলে ব্যাবহার করবেন না।
তবে অনেক সময় কাজের সুবিধার জন্য ব্যাবহার করার দরকার হয়। যেমন: তাড়াতাড়ি জমাট বাধা অথবা দেরি করে জমাট বাধার জন্য। কি মাথায় প্যাচ লেগে গিয়েছে? একি জিনিষ ২ ধরনের কাজ করে কিভাবে তাইতো? আসলে এডমিক্সার নির্দিষ্ট কোন পদার্থ এর নাম নয়। বাজার এ অনেক রকমের এডমিক্সার পাওয়া যায়। কিছু এডমিক্সার এর কাজ হল তাড়াতাড়ি জমাট বাধতে সাহায্য করা, আর কিছু এডমিক্সার এর কাজ হল জমাট বাধতে দেরি করতে সাহায্য করা।
যেহেতু লিখা টা নতুনদের জন্য সেহেতু উদাহরণ সহ দিলেই ভালো হয় তাইনা?
ধরুন আপনার সাইট এ কংক্রিট তৈরি করার মত যায়গা নেই তাহলে আপনাকে এখন কি করতে হবে? রেডিমিক্স কংক্রিট কিনে আনতে হবে তাইতো?
তো রেডিমিক্স কংক্রিট যখন তৈরি করা হয় তখন কংক্রিট যাতে দেরি করে জমাট বাধে তার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়, কেননা রেডিমিক্স কংক্রিট আপনার সাইট এ আসতে কিছু সময় লাগবে। কংক্রিট আপনার সাইট এ আসতে আসতেই যদি জমাট বেধে যায় তাহলে কাজ করতে পারবেন? পারবেন না। তাই রেডিমিক্স কংক্রিট যাতে দেরি করে জমাট বাধে তার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়।
এবার আসেন তাড়াতাড়ি জমাট বাধার বিষয় টা জানি!
অনেক হ্মেত্রে সময় সল্পতার কারনে তাড়াতাড়ি জমাট বাধার জন্য এডমিক্সার ব্যাবহার করা হয়। প্রতিটা কাজ এর ই একটা সময় থাকে, সময় কম থাকলে তাড়াতাড়ি জমাট বাধার জন্য ও এডমিক্সার ব্যাবহার করা হয়।
লিখাটা একদম নতুনদের জন্য এক্সপার্ট কেও বিরক্ত হবেন না, সম্পূর্ণ পড়ে নিজেকে ঝালাই করে নিন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ ভিডিও
সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ সম্পর্ক এ আরো জানতে নিচের ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন।
বীম ( Beam) কী? বীম ( Beam) কাকে বলে?
বীম(Beam): বীম এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি,পিলার,কলাম,দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে,ইহার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে।
আরো জানুন : বীম কত প্রকার ও কী কী?
কলাম ( column) কী? কলাম ( column) কাকে বলে?

RCC(Reinforced Concrete Cement) কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য যে কাঠামোগত উপাদান ( Structural Elements) নির্মান করা হয় তাকে কলাম( column) বলে।
আরো জানুন : কলাম কত প্রকার ও কী কী?
শেয়ার ওয়াল কাকে বলে?
আনুভূমিক বল কে ভূমিতে স্থানান্তর করার জন্য যে RCC কাঠামো তৈরী করা হয় তাকে শেয়ার ওয়াল বলে।যা কাঠামোর সরন প্রতিরোধ করতে সক্ষম হয়।
best 100 civil engineering viva question bangla সিভিল ইঞ্জিনিয়ারিং ভাইভা প্রশ্ন ও উত্তর
Searches related to civil engineering basic knowledge in bangla
civil engineering interview knowledge bangla book
civil engineering viva question bangla
civil engineering bangla book pdf
civil engineering job guide in bangla
civil engineering interview knowledge bangla book pdf
civil engineering interview questions in bangladesh
civil engineering job preparation books in bangladesh
civil engineering job solution book pdf